
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: তাঁকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া নিয়ে কম সমালোচনা হয়নি। সাদা বলের ক্রিকেটে দেশের জার্সিতে অভিষেকের আগে বর্ডার-গাভাসকর ট্রফির মতো গুরুত্বপূর্ণ এবং কঠিন সিরিজে সুযোগ দেওয়া নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু গৌতম গম্ভীরের এই ফাটকা কাজে লেগে গেল। পারথ টেস্টে ভারতের ব্যাটিং ভরাডুবির মধ্যে একমাত্র আশার আলো নীতিশ কুমার রেড্ডি। অভিষেক টেস্টে দলের সর্বোচ্চ রান এসেছে তাঁর ব্যাট থেকেই। ৫৯ বলে ৪১ রান করেন। পুরো একদিনের মেজাজে খেলেন। যখন অপটাস স্টেডিয়ামের উইকেটে নাকানিচোবানি খায় ভারতের তারকা ব্যাটাররা, অবলীলাক্রমে একের পর এক শট খেলে যান তিনি। পরিস্থিতির বিচারে পারথের উইকেটে এদিন তাঁর এই সংক্ষিপ্ত ইনিংস বড় রানের সমান। অভিষেকে সাফল্যের কৃতিত্ব গম্ভীরকে দেন ভারতীয় অলরাউন্ডার।
নীতিশ রেড্ডি বলেন, 'পারথের উইকেট নিয়ে অনেক আলোচনা শুনেছি। তাই একটু চিন্তিত ছিলাম। সবাই পিচের বাউন্সের কথা বলত। তারপর অনুশীলনের পর গৌতম স্যারের সঙ্গে আমার আলোচনার কথা মনে পড়ে। বাউন্সার দিলে সেটা কাঁধ দিয়ে আটকানোর পরামর্শই দিয়েছিলেন। বলেছিলেন, মনে করো দেশের জন্য একটা গুলি খাচ্ছো। এটাই আমাকে অনুপ্রাণিত করে। উনি আমার ওপর বিশ্বাস রেখেছেন। মনে করেছেন, আমি দেশের জন্য গুলি খেতে পারি। এই কথাটা আমার খুব ভাল লাগে।'
মাত্র একদিন আগেই অভিষেকের কথা জানতে পারেন নীতিশ। স্বভাবতই উত্তেজিত হয়ে পড়েন। কিন্তু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেন। এই প্রসঙ্গে নীতিশ বলেন, 'একদিন আগে আমার এবং হর্ষিতের অভিষেকের কথা জানানো হয়। আমরা দু'জনেই খুব উত্তেজিত ছিলাম। কিন্তু বেশি চাপ নিতে চাইনি। চাপ কাটাতে আমরা আগের দিন বিকেলে একসঙ্গে সাইকেল চালাই। রাতের খাবারের সময়ও চুপচাপ ছিলাম।' বিরাট কোহলির হাত থেকে টেস্ট টুপি পাওয়ায় দ্বিগুণ উত্তেজিত নীতিশ। জানান, এই মুহূর্ত সারাজীবন মনে রাখবেন। নিজের আদর্শের হাত থেকে টেস্ট ক্যাপ পাওয়া আলাদা অনুভূতি।
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?
নারায়ণ..নারায়ণ, নাইটদের দিল্লি বিজয়, প্লে অফের দৌড়ে টিকে রইল কলকাতা
ব্রাজিলের কোচ হওয়র দৌড়ে অ্যানচেলোত্তি! রিয়াল কোচকে নিয়ে তুঙ্গে জল্পনা
দিল্লির মাঠে কলকাতা করল ২০৪ রান, পারবেন কি অক্ষররা?
ভাগ্যের সাহায্য পেয়েছেন বৈভব! ১৪ বছরের বালককে নিয়েও ঈর্ষা শুভমনের, গিলকে একহাত প্রাক্তন তারকার
স্নেহ রানার পাঁচতারা পারফরম্যান্স, ১৫ রানে প্রোটিয়া ব্রিগেডকে হারাল ভারতের মেয়েরা